বাংলাদেশ শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী, আগামী ১৩ই ফেব্রুয়ারি, ২০২২ ইং তারিখে এইচএসসি পরীক্ষা ২০২১ সালের ফলাফল প্রকাশ করা হবে। উক্ত তারিখে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করার পরেই সকল ছাত্র–ছাত্রী তাদের পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে। উক্ত পরীক্ষার ফলাফল বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা আরো কিছু ওয়েবসাইটে তাদের রেজাল্ট দেখতে পারবে।
ছাত্র–ছাত্রীরা তাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও পরীক্ষার ফলাফল দেখতে পারবে । বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের আরো একটি ওয়েবসাইট হলো Web Based রেজাল্ট সিস্টেম। এই ওয়েবসাইট থেকেও দেখা যাবে। এ সকল ওয়েবসাইট গুলোর পাশাপাশি শিক্ষার্থীরা মোবাইলে খুদে বার্তা পাঠানোর মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ফোনে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে।
মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তাদের জিপি পয়েন্ট দেখতে পারবে। এসএমএসের মাধ্যমে পরীক্ষার মার্কশীট দেখা যাবে না। তাই মার্কশিটসহ এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে হলে শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখতে হবে। উপরোক্ত ওয়েবসাইটগুলোর মাধ্যমে মার্কশিট সহ এসএসসি পরীক্ষার ফলাফল দেখা যাবে।
এইচএসসি মার্কশিট
এইচএসসি পরীক্ষা প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু গত বছর করোনাভাইরাস মহামারীর জন্য দীর্ঘ আট মাস পর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার করোনা ভাইরাস হ্রাস পাওয়ার অপেক্ষায় ছিল। যেন সকল বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়। কিন্তু দিনে দিনে এই ভাইরাসটি বৃদ্ধি পেতে থাকে। এইজন্যে বাংলাদেশ শিক্ষা বোর্ড ডিসেম্বর মাসে সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষা শুরু করে। এইচএসসি পরীক্ষা ২০২১ শুধু মাত্র তিনটি বিষয়ের উপর অনুষ্ঠিত হয়।
এবছর যেহেতু তিনটি বিষয়ের ওপর সকল বিভাগের ছাত্র–ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। সেহেতু বাকি বিষয়গুলোর নম্বর তাদের জেএসসি এবং এসএসসি পরীক্ষার উপর দেওয়া হবে। এই পদ্ধতিতে গতবছরের এসএসসি পরীক্ষা ২০২১ এর ফলাফল প্রকাশ করা হয়।
এইবার শিক্ষার্থীরা একই সঙ্গে তাদের ফলাফল এবং মার্কশিট দেখতে পারবে। মার্কশিট ডাউনলোড করার জন্য শিক্ষার্থীদের বাংলাদেশ শিক্ষা বোর্ডের ২ টি ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটিতে প্রবেশ করতে হবে। তবে শিক্ষা বোর্ডের নতুন পদ্ধতি অনুযায়ী, এখন পরীক্ষার্থীরা তাদের সকল বিষয়ের নম্বর ও তাদের মার্কশিটে দেখতে পারবে।
এইচএসসি মার্কশিট ২০২১ ডাউনলোড
সকল বিষয় নম্বরসহ মার্কশীট ডাউনলোড করতে হলে শিক্ষার্থীদের Web Based ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট শুধু শিক্ষার্থীদের জিপিএ পয়েন্ট এবং গ্রেড সহ পরীক্ষার নম্বরপত্র প্রদান করে থাকে। কিন্তু Web Based ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা জিপি পয়েন্ট এর পাশাপাশি তাদের পরীক্ষার নম্বরও দেখতে পারবে।
এইচএসসি পরীক্ষার মার্কশীট ডাউনলোড করার জন্য শিক্ষার্থীদের www.educationboardresults.gov.bd অথবা www.eboardresults.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। উক্ত ওয়েবসাইটের যেকোন একটিতে প্রবেশ করার পর এক্সাম এর স্থলে এইচএসসি বাছাই করতে হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার সাল, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। এসকল তথ্য প্রদান করার পরে শিক্ষার্থীদের Submit বাটনে ক্লিক করতে হবে। তারপর ওয়েবসাইট শিক্ষার্থীকে তার মার্কশিট প্রদান করবে।
উপরোক্ত পদ্ধতি অনুযায়ী অনুযায়ী একজন শিক্ষার্থী তার মার্কশিট দেখতে পারবে । মার্কশিট প্রদান করার পর শিক্ষার্থীকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। যদি ডাউনলোড অপশন না থাকে তবে শিক্ষার্থীকে ম্যানুয়ালি তার কম্পিউটারের কিবোর্ডের Crtl+P বাটন প্রেস করে মার্কশিট ডাউনলোড করতে হবে। অথবা রাইট ক্লিক করে প্রিন্ট অপশন সিলেক্ট করে ডাউনলোড সম্পন্ন করতে হবে।